গলফের জীবন্ত কিংবদন্তি ররি ম্যাকলরয়কে দেখেই গলফ খেলা শিখতে শুরু করেন শেখ মোহাম্মদ সামির হোসেন। জুনিয়র লেবেলে অগণিত ট্রফি জিতে এখন অ্যামেচার গলফার। সামির হোসেনের চিপিং, পাটিং, সুইং অনেকটাই ম্যাকলরয়ের মতো। জিততে চান ইউরোপীয়ান ট্যুর, পিজিএ ট্যুরের মতো গলফের সেরা সেরা আসরের শিরোপা। বাংলাদেশের সম্ভাবনাময় এই অ্যামেচার গলফার ৩য় এশিয়ান ইয়ূথ গেমসে অংশগ্রহন করতে যাচ্ছেন বাহরাইন। এই আসর থেকে গোল্ড মেডেন জিততে চান সামির হোসেন।গণমাধ্যমকে সামির বলেন, ‘আমার এখন একটাই লক্ষ্য বাহরাইনের মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে উজ্জীবিত করা। আমি গোল্ড মেডেল জিততে চাই। আমাদের দলটা অনেক ভালো। আমি এই ইয়ূথ গেমসের গত দুই মাস থেকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি। সেই সকাল ৬টায় এই কুর্মিটোলা গলফ কোর্সে আসি, যাই রাত ৮টায়। এই মুহূর্তে আমার ধ্যান-জ্ঞান ইয়ূথ গেমস।’

বাংলাদেশের একমাত্র গলফার হিসেবে সিদ্দিকুর রহমান দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা (২০১০ ব্রুনাই ওপেন ও ২০১৩ হিরো ইন্ডিয়া ওপেন) জিতেছেন। এ ছাড়া জামাল হোসেন মোল্লাহ ভারতে শিরোপা জিতছেন। আর কোনো গলফার বলার মতো সাফল্য অর্জন করতে পারেননি।সামির বলেন, ‘শুধু এশিয়ান ট্যুর নয়, আমি পিজিএ টুর, ইউরোপীয়ান ট্যুর জিততে চাই। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমি বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরতে চাই।’ গলফে আপনার আইডল ররি ম্যাকলরয়ের কোন শট বেশি পছন্দ? সামির বলেন, ‘ররির সব শটই আমার ভালো লাগে। বিশেষ করে তার সুইং অসাধারণ। ড্রাইভার শটও দেখার মতো। তবে সবচেয়ে ভালো লাগে, মানুষ হিসেবে ররি অসাধারণ। সব মিলেই ররির প্রতি আমি মুগ্ধ। আমার বিশ্বাস, আমিও একটি ররির মতো বিশ্বসেরা গলফার হব।’

কুর্মিটোলা গলফ ক্লাবের এই অ্যামেচার গলফার বলেন, ‘গলফ হচ্ছে আমার স্বপ্ন। আমি যা কিছু ভাবি, সবই গলফ কেন্দ্রিক। নিয়মিত গলফের ভিডিও দেখি। অনেকের খেলা দেখেই শেখার চেষ্টা করি। ইউটিউব আমার কাছে বড় শিক্ষক। সেখান থেকেই আমি গলফের অনেক কিছু শিখি।’ তিনি বলেন, ‘আমি জুনিয়র লেবেলেই বেশ কয়েকটি দেশ সফর করেছি। বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি।’ সামির বলেন, ‘আশা করছি, ইয়ূথ গেমসে আমার অনেক ভালো অভিজ্ঞতা হবে। জানি, সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্বের সেরা সেরা অ্যামেচার গলফাররা আসবে। বড় হতে হলে তো সেরাদের সঙ্গেই লড়াই করতে হবে। লড়াইয়ে জিততে হবে। আমার বিশ্বাস এবারের গেলসে আমি ভালো কিছু করছি। টার্গেট একটাইÑ বাংলাদেশের জন্য গোল্ড মেডেল জয় করা।’বাহরাইনে অনুষ্ঠিত এই ৩য় এশিয়ান ইয়ূথ গেমসে সামির ছাড়াও অংশ নিচ্ছেন আরেক অ্যামেচার গলফার মাহমোদুল ইসলাম সৌরভ।