৩য় মহিলা স্কোয়াশ লীগ ২০২৫’ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে। নয়টি ক্লাব/প্রতিষ্ঠানের ৩০ জন মহিলা খেলোয়াড় উন্মুক্ত, এলিট, প্লেট উন্মুক্ত এবং প্লেট এলিট এই চার গ্রুপে অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হ'ল সেনাবাহিনী, এ ইউ বি, বিএএফ শাহীন স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, কুমিল্লা রেসিডিয়েনসিয়াল স্কুল, মীরপুর আইডিয়াল স্কুল ও পোস্তগোলা রিয়ারভিউ স্কুল।
গতকাল সকাল নয় ঘটিকার সময় ফেডারেশনের সাধারণ ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) প্রতিযোগীতার উদ্বোধন করেন। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলার চারটি বিভাগের ফাইনাল আজ শনিবার বিকাল তিন ঘটিকায় শুরু হবে। উল্লেখ্য যে বিকেএসপির মহাপরিচালক ব্রীগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, এসজিপি, এসউপি, পিএসসি, পিএইচডি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন।
বাজেট সল্পতার জন্যে পূর্ব নির্ধারিত স্পন্সর এ বছর পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করায় ফেডারেশন নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগীতাটির আয়োজন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।