তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের ব্রহ্মপুত্র জোনের খেলায় নারী বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর। 'ক' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইল এবং রানার্স আপ হয়ে জামালপুর সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, 'খ' গ্রুপ থেকে কিশোরগঞ্জ চ্যাম্পিয়ন ও ময়মনসিংহ রানার্স আপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়। গ্রুপ পর্বের খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাঙ্গাইল। তারা গতকাল ৫৪-৮ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে গাজীপুরকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শহীদ মারুফ স্টেডিয়ামে স্বাগতিক টাঙ্গাইল ২২-১৭ পয়েন্টে হারায় জামালপুরকে। অন্যদিকে, জামালপুর টাঙ্গাইলের কাছে হারলেও গাজীপুরকে ৫৩-১৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। 'খ' গ্রুপে কিশোরগঞ্জ তাদের প্রথম ম্যাচে ৩৮-২৭ পয়েন্টে ময়মনসিংহকে হারায় এবং দ্বিতীয় ম্যাচে মানিকগঞ্জের বিপক্ষে ৩৫-২৭ পয়েন্টে জয় পায়। ময়মনসিংহ তাদের প্রথম ম্যাচে ৪৫-১৩ পয়েন্টে মানিকগঞ্জকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পুরুষ বিভাগে শনিবার দুটি জয় পেয়েছে কিশোরগঞ্জ। প্রথম ম্যাচে জামালপুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৫-৩৪ পয়েন্টে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ ৪২-২২ পয়েন্টে শেরপুরকে সহজেই পরাজিত করে। দিনের অন্য ম্যাচগুলোতে টাঙ্গাইল ৪৩-১৮ পয়েন্টে গাজীপুরকে এবং ময়মনসিংহ ৪৬-১৭ পয়েন্টে জামালপুরকে হারিয়েছে।