ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মেয়াদ ১০ মে শেষ হলেও ২৪ ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি এখনও ঘোষণা করেনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমের কাছে সোমবার সার্চ কমিটি অবশিষ্ট ২৪ ফেডারেশনের অ্যাডহক কমিটি পেশ করেছে। সার্চ কমিটি দায়িত্বে থাকা অবস্থায় ২৮ ফেডারেশনের কমিটি প্রকাশ করলেও অবশিষ্টগুলো না করায় রহস্যের জন্ম দিয়েছে। বাংলাদেশে ফেডারেশন-এসোসিয়েশনের সংখ্যা ৫৫। ফুটবল, ক্রিকেট বাদে বাকি ৫৩ ফেডারেশন পুর্নগঠন নিয়ে কাজ করেছে সার্চ কমিটি। তাদের প্রস্তাবনা/সুপারিশের ভিত্তিতে আট মাসে ২৮ ফেডারেশনের কমিটি ঘোষণা করেছে।
২৪ ফেডারেশনের কমিটি প্রকাশে কত দিন সময় লাগবে সেটা একটা বড় প্রশ্নই। বিগত সময়ে দেখা গেছে, সার্চ কমিটির প্রস্তাবনার পর ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাইয়ে বেশ সময় লেগেছে। মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদন ও নির্দেশনা আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মাহবুব উল আলম। তিনি কমিটি প্রকাশ সম্পর্কে সংবাদ মাধ্যমে বলেছেন,‘সার্চ কমিটি সিলগালাভাবে ফেডারেশনগুলোর কমিটি দিয়েছেন। এটা আমরা উপদেষ্টা মহোদয়ের দপ্তরে দেব। যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই কমিটিগুলো প্রকাশের চেষ্টা থাকবে।’ এক সঙ্গে ২৪টি নাকি কয়েক ধাপে ঘোষণা হবে সেটি অবশ্য সুস্পষ্টভাবে বলেননি ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। গত আট মাসে অবশ্য চার/পাঁচ ধাপে ২৮ ফেডারেশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বে কমিটির চার জন্য সদস্য ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রস্তাবিত কমিটিগুলো জমা দিয়েছেন। কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব) অনুপস্থিত ছিলেন। সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের কাজ শেষ করলাম। গঠনতন্ত্র নিয়েও আমাদের ৭০ শতাংশ কাজ করা আছে। ক্রীড়া মন্ত্রণালয় যদি এই সংক্রান্ত বিষয়ে সহায়তা চায় আমরা করব।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শনিবার সাঁতার কমপ্লেক্সে সার্চ কমিটি ও গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে বলেছিলেন যে সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না। গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে এনএসসিতে থেকে একটি কমিটি করা হতে পারে। সেই কমিটিতে কারা এবং কিভাবে করা হবে এ নিয়ে ক্রীড়াঙ্গনে নতুন কৌতুহল সৃষ্টি হয়েছে।