উজবেকিস্তানের কিশোর প্রতিভা জাভোখির সিনদারভ দাবা দুনিয়ায় লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি জিতে নিলেন ফিদে বিশ্বকাপ, হয়ে গেলেন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। বুধবার গোয়ায় রোমাঞ্চকর টাইব্রেক ফাইনালে চীনের ওয়েই ইকে হারিয়ে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ১২ বছরেই গ্র্যান্ডমাস্টার হওয়া সিনদারভ এবারের আসরে ছিলেন ১৬ নম্বর বাছাই। নকআউট পর্বে পৌঁছাতে তিনি যেন একের পর এক ফেভারিটদের বিদায় করান। অন্যদিকে ফাইনালে তাঁর প্রতিপক্ষ চীনের ওয়েই ইও এসেছিলেন দুর্দান্ত ফর্মে সেমিফাইনালে রাশিয়ার আন্দ্রে এসিপেঙ্কোর বিপক্ষে প্রতিপক্ষের ভুলে নাটকীয়ভাবে টিকে গিয়েছিলেন তিনি। ফাইনালের টাইব্রেকের প্রথম খেলায় দুজনই বড় ভুল করেন। প্রথমে ওয়েই ই-এর ভুলে জয়ের সুযোগ পান সিনদারভ, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের অযৌক্তিক প্যাদ চাল দিয়ে সেই সুবিধা হারান তরুণ এই উজবেক। ম্যাচটি শেষ পর্যন্ত ৪৫ চাল পর ড্র হয়। সিনদারভ বলেন, “খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভাবলাম আর ভাবলে চলবে না; সামনে আরেকটা খেলা আছে।” দ্বিতীয় টাইব্রেক গেমেই ছবিটা বদলে দেন সিনদারভ। ইতালিয়ান ওপেনিং থেকে এগোতে থাকা খেলায় ৫১তম চালে ওয়েই ই-এর রুক চাল ছিল বড় ভুল। সময়ের চাপে (প্রায় ২০ সেকেন্ড বাকি) ওয়েই সঠিক ডিফেন্সিভ সিকোয়েন্স খুঁজে পাননি। সুযোগটি ঠা-া মাথায় কাজে লাগান সিনদারভ। টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারলেন ওয়েই ই।