বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গত বছর ৫ জুলাই দাবা খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্মরণে গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। সুব্রত ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন। জিয়ার নামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রানারআপ হয়েছে তারই ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। তিনি সাড়ে সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন তৃতীয় স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু চতুর্থ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম ও অনত চৌধুরী ষষ্ঠ হয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম ও অষ্টম হলেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ পুরস্কার পান যথাক্রমে সেরা রেটেড খেলোয়াড় শেখ রাশেদলু হাসান, সেরা জুনিয়র নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম এবং সেরা মহিলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু। শুক্রবার নবম ও শেষ রাউন্ডের খেলা শেষে বিকেলে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, গ্র্যান্ডমাস্টার জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে নগদ অর্থ মোট পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সুব্রত দেড় লাখ টাকা, রানারআপ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এক লাখ টাকা এবং তৃতীয় আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন পঁচাত্তর হাজার টাকা অর্থ পুরস্কার পান।