২১ বছর পর ঢাকায় গ্র্যান্ড মাস্টারস দাবা টুর্নামেন্টের আয়োজন করছে লিওনাইন চেস ক্লাব। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় তারা তৃতীয় লিওনাইন গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টের আয়োজন করছে আজ শনিবার থেকে। প্রতিযোগিতায় চার দেশের ১০ দাবাড়ু অংশ নেবেন। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার রয়েছেন ৩ জন, আন্তর্জাতিক মাস্টার ৪ জন ও ফিদে মাস্টার ৩ জন। ১০ দিনের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। তিন বছর পর কোনো স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে খেলবেন তিনি। অংশ নিচ্ছেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার নগুয়েন ডাক হোয়া ও উজবেকিস্তানের আবদিমালিক। শেষের জন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রেটিংধারী, ২৫৫৩। খেলছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মনন রেজা, আবু সুফিয়ান শাকিল ও ভারতের আরিয়ান ভাসনি। ফিদে মাস্টার বাংলাদেশের সাকলাইন মোস্তফা, তাহসিন তাজওয়ার, ভারতের ভেদান্ত পানেসার। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় সবাই সবার সঙ্গে খেলবেন। দাবাড়ুদের সামনে থাকছে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের সুযোগ। সে জন্য ৯ ম্যাচে লাগবে ৭ পয়েন্ট। আর আন্তর্জাতিক মাস্টার নর্ম করতে চাই ৯ ম্যাচে সাড়ে ৫ পয়েন্ট।প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের পাশে লিওনাইন চেস ক্লাবের অফিসে। সেখানেই আজ সংবাদ সম্মেলন ও ড্র অনুষ্ঠিত হয়।