চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়ো কাপ হকিতে ছেলেদের পাশাপাশি বাংলাদেশের মেয়েরাও সেমিফাইনাল নিশ্চিত করেছে। ছেলেদের চেয়ে মেয়েদের সেমিফাইনাল ওঠা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তার কারণও সুস্পষ্ট। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো খেলছে। প্রথম অংশগ্রহণেই সেমিফাইনাল পর্যন্ত উঠে যাবে মেয়েরা, সেটা অনেকেই হয়তো ভাবেননি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে তারা। পুল ‘এ’তে থাকা চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। শীর্ষে রয়েছে জাপান। তাদের পয়েন্ট ৯। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের অভিষেক হয়েছিল জাপানের কাছে ১১-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এই জয়েই সেমিফাইনালের আশা টিকে ছিল। শেষমেশ হংকংকে হারানোর পর সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।