অন্যান্য খেলা
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্রোঞ্জ মেডেল
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গত শুক্রবার রাতে ব্রোঞ্জ নিশ্চিত করার পরের দিন গতকাল শনিবার মেডেল গ্রহণ করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। পুরস্কার বিতরণী মঞ্চে ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি ট্রফিও দেয়া হয় বাংলাদেশ দলকে।
Printed Edition
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গত শুক্রবার রাতে ব্রোঞ্জ নিশ্চিত করার পরের দিন গতকাল শনিবার মেডেল গ্রহণ করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। পুরস্কার বিতরণী মঞ্চে ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি ট্রফিও দেয়া হয় বাংলাদেশ দলকে। ইরানে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।টুর্নামেন্ট শেষ হয় গত শনিবার। অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনাল ম্যাচে ভারত ৩৩-২৫ পেেন্ট হারিয়েছে স্বাগতিক ইরানকে। চ্যাম্পিয়ন হয়ে ভারত স্বর্ণ ও ইরান রৌপ্য পদক জিতেছে। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেংয় বাংলাদেশ দল। কাবাডিতে সেমিফাইনালে বিজিত দলও ব্রোঞ্জ পদক পায। আর তাই বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। কিন্তু ফাইনালের উঠার লড়াইয়ে বাংলাদেশ হেরে যায ইরানের কাছে। ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দেশ ছাার আগে এই লক্ষের কথা জানিয়েছিলেন দলের কোচ ও খেলোযাড়রা। ব্রোঞ্জ জিতে সেই লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। সেমিফাইনালে জায়গা করে বাংলাদেশের মতো নেপালও এশিযান নারী কাবাডি চ্যাম্পিযনশিপে ব্রোঞ্জ জিতেছে।