রিয়াদ থেকে কামরুজ্জামান হিরু : ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে সাঁতার প্রতিযোগিতার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে দেশ সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি সেমিফাইনালে উঠেছেন। রিয়াদের অলিম্পিক কমপ্লেক্স সুইমিং হলে অনুষ্ঠিত হিটে ২৪ জন প্রতিযোগির মধ্যে রাফি ২৭.১ সময় নিয়ে ১১ তম হয়েছেন। একই দিন বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কারাত প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে হেরেছে বাংলাদেশ। পুরুষ ৮৪ কেজিতে মিন্টু দে ৩-১ ব্যবধানে হেরেছে ফালেহ'র কাছে হেরে বিদায় নিয়েছে। মহিলা বিভাগে ৫০ কেজি ওজন শে্িরণতে বাংলাদেশ দলের সায়মা জামান ৮-১০ পয়েন্টে আবির আল সেহরির কাছে হেরে বিদায় নিয়েছে। জুডোতে কোন জয় পায়নি বাংলাদেশ। টেবিল টেনিসেও ব্যর্থ মিশন। এদিকে মারজিয়া আক্তারের তিনটি ব্রোঞ্জ পদক জয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ওয়েট লিফটিং দলের মিশন। সাফ গেমসের স্বর্ণ জয়ী মাবিয়াকে ঘিরে পদক জয়ের আশা থাকলেও তা ব্যর্থ হয়। সোমবার রাতে রিয়াদের ই স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাবিয়া নিজের সেরা পারফরমেন্স ধরে রাখতে পারেনি। ৬৯ ওজন শ্রেণিতে ৯৪ কেজি উত্তোলন করে সপ্তম স্থান অর্জন করেছেন। মাবিয়া ব্যর্থ হলেও মারজিয়া আক্তারের সাফল্যে প্রথমবারের মতো ভারত্তোলনে পদক জয়ে দারুন ভাবে উজ্জীবিত বাংলাদেশ শিবির। মঙ্গলবার ওয়েট লিফটিং দলের সদস্যরা রিয়াদ শহরে ঘুরাঘুরি আর বিশ্রাম এর মধ্য দিয়ে কাটিয়েছেন। পদক জয়ী মারজিয়াসহ দলের ৯ সদস্য ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন বৃহস্পতিবার। দলের নারী কোচ শাহরিয়ার সুচি জানালেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সার্বিক সহযোগিতা করলেও পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফে যাতায়াতের যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করছে খেলোয়াড় ও কর্মকর্তারা। এদিকে কোন সাফল্য ছাড়াই শেষ হলো বাংলাদেশের টেবিল টেনিস ও জুডো দলের মিশন। বিওএ জিএম সাহেদ জানান একই দিন জুডো সাঁতার,টেবিল টেনিস ও কারাত দলের সদস্যরাও ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। এদিকে সেফ ডি মিশন অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদ সচিব কাজী নজরুল ইসলাম ওমরাহ'র উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেছেন। জানা গেছে সেখান থেকে তারা শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। গেমসে অবশিষ্ট সময়ে সেফ ডি মিশনের দায়িত্ব পালন করবেন বিওএর জেনারেল ম্যানেজার সাহেদ আহমেদ। এদিকে ষষ্ঠ ইসলামী গেমসে অংশ নিতে আজ বুধবার রিয়াদ আসছে বাংলাদেশ উশু ও তায়কোয়ানডো দল।