বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল (বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা’। প্রথম দিনে জয় পেয়েছে সানিডেইল, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা এবং শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। রোববার অনুষ্ঠিত বালক বিভাগের ম্যাচে সানিডেইল ৩৬-১৩ গোলে হারায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-২ গোলে এগিয়ে ছিল। দিনের ২য় খেলায় নারিন্দা হারিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে। নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় প্রথমার্ধে ৮-৬ গোলে এগিয়ে ছিলো। ৩য় খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ হারিয়েছে ঢাকা গভ. মুসলিম হাই স্কুলকে। ১৩-৫ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা সেন্ট গ্রেগরী জয় পায় ২৩-১৬ গোলে।
এদিকে বালিকা বিভাগে সহজ জয় তুলে নিয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, সানিডেইল এবং ভিকারুননিসা। বালিকা বিভাগের ১ম খেলায় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ১৯-১ গোলে হারায় শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ১৩-০০ গোলে। সানিডেইলের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মালিবাগ শাখা।