সম্প্রতি ঘরের মাঠে এশিয়া কাপ হকিতে শিরোপা জিতেছিল ভারতের ছেলেরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিল ভারতের মেয়েরাও। তবে তা আর শেষ পর্যন্ত হয়নি। ফাইনালে স্বাগতিক চীনের হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের নারী দলকে। রোববার এশিয়া কাপ হকির ফাইনালের আয়োজক চীনের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের নারী দল। ভারতকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চীন। এশিয়া সেরা হওয়ার পাশাপাশি পরের বছর বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে চীন ।

বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার ছাড়পত্র পেতেই ম্যাচের শুরু থেকে জ্বলে ওঠেন ভারতের মেয়েরা। কিছুটা বদলা নেয়ার আগুনও ছিল ভারতীয় টিমের। কারণ সুপার ফোরের লড়াইয়ে এই চীনের কাছেই হারতে হয়েছিল ১-৪ গোলের ব্যবধানে। এই মেজাজের জন্যই খেলার শুরুতেই গোল তুলে নেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন নবনীত কৌর। এই গোলেই প্রথম কোয়ার্টারে দাপট রেখেই ১-০ এগিয়েও থাকে ভারত। গোল হজম করে ভারতের ওপর আক্রমণ বাড়াতে থাকে চীন। তাতেই রীতিমতো কোণঠাসা করে ফেলে তাদের। ২১ মিনিটে সমতা ফেরান চীনের জিক্সিয়া। তাতে দ্বিতীয়ার্ধের বিরতির সময় ফল ১-১ ছিল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। বিরতির পর চীনের আক্রমণে ভেসে যায় ভারত। হারে সুপার ফোরের মতোই ১-৪ গোলে। আট বছর পর এশিয়া কাপ থেকে পদক নিয়ে ফিরলেও শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের। একই সাথে বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার স্বপ্নও ভেঙ্গে গেল তাদের।