জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের পুরুষ ও নারী দলের খেলা আজ মঙ্গলবার বগুড়ায় শুরু হচ্ছে। সকাল ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পুরুষ ৪টি এবং নারী দলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ১১টায় বগুড়া জেলা পুরুষ দল সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের মুখোমুখী হবে। বেলা ১২টায় রাজশাহী পুরুষ দল খেলবে নওগাঁর সাথে। বিকেল ৪টায় পাবনা পুরুষ দল বনাম চাঁপাইনবাবগঞ্জ পুরুষ দল এবং বিকেল ৫টায় নাটোর পুরুষ দল খেলবে জয়পুরহাট পুরুষ দলের সাথে।
বেলা ১২টায় বগুড়া নারী দল খেলবে সিরাজগঞ্জ জেলা নারী দলের বিপক্ষে, দুপুর ১টায় পাবনা নারী দল বনাম চাঁপাইনবাবগঞ্জ নারী দল, বিকেল ৪টায় রাজশাহী নারী দল বনাম নাটোর নারী দল এবং বিকেল ৫টায় বগুড়া নারী দল বনাম চাঁপাইনবাবগঞ্জ নারী দল মুখোমুখী হবে।