আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এরই মাঝে খবর এসেছে পাকিস্তান দল অংশ নিচ্ছেনা এবারে আসরে।বলা যায়, ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে এবার হকিতে ও। এবার ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। ভারতীয় পত্রিকা ‘দ্য হিন্দু’কে ভারতীয় হ্কি ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আসলে, পাকিস্তান হকি ফেডারেশন বুধবার একটি চিঠিতে জানিয়েছে যে তারা নিরাপত্তাজনিত কারণে এশিয়া কাপে অংশ নিতে পারছে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’ ভারত ও পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চিত ছিল। যদিও ভারত সরকার জুলাইয়ের শুরুতে জানিয়েছিল, পাকিস্তান দলকে ভিসা দিতে কোনও বাধা থাকবে না। তবু পাকিস্তান হকি ফেডারেশন তাতে আগ্রহী ছিল না, এমনকি ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেয় তারা। জুলাইয়ের শেষের দিকে কিছু কর্মকর্তা জানিয়েছিলেন, পাকিস্তান ভিসার জন্য আবেদন করেছে। পরে পাকিস্তান সরকার তার ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশ দেয়, সরকারের সরাসরি অনুমোদন ছাড়া ভারত সফরের কোনও আমন্ত্রণ গ্রহণ না করতে। এই সিদ্ধান্তের প্রভাব বছরের শেষ দিকে চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপেও পড়তে পারে। পাঠানকোট ও উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ২০১৬ সালের আসরেও অংশ নেয়নি, যা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুগতি এর আগেও আন্তর্জাতিক হকি ফেডারেশনকে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ফেডারেশনের উদ্বেগ জানিয়েছিলেন, ‘আমরা তাদের জানিয়েছি যে, বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের জন্য ভারতে খেলার বিষয়টি আসলে নিরাপত্তাজনিত ঝুঁকি। আমাদের খেলোয়াড়রাও এশিয়া কাপ খেলতে ভারতে যেতে আগ্রহী নয়, যদিও এটি একটি সরাসরি কোয়ালিফাইং টুর্নামেন্ট। পাকিস্তান সর্বশেষ ভারতের চেন্নাইয়ে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম স্থান লাভ করে। এদিকে, পাকিস্তান নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের। টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পাওয়া নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান গণমাধ্যমে বলেছেন, ‘আমরাও দেখেছি পাকিস্তান খেলবে না। এখন অপেক্ষায় আছি এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য। না পেলে তো কিছু করার নেই।’
অন্যান্য খেলা
এশিয়া কাপ হকিতে খেলবে না পাকিস্তান কপাল খুললো বাংলাদেশের
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এরই মাঝে খবর এসেছে পাকিস্তান দল অংশ নিচ্ছেনা এবারে আসরে।বলা যায়, ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে এবার হকিতে ও। এবার ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি
Printed Edition
