DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

বিশ্ব জুনিয়র দাবা

নরওয়ের আন্তর্জাতিক মাস্টারকে হারিয়ে নর্মের সম্ভাবনা তাহসিনের

মন্টেনেগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩ রেটিং) নরওয়ের আন্তর্জাতিক মাস্টার তাকসেলকে (২৪৮৭ রেটিং)হারিয়ে নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছেন।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
daba

মন্টেনেগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩ রেটিং) নরওয়ের আন্তর্জাতিক মাস্টার তাকসেলকে (২৪৮৭ রেটিং)হারিয়ে নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছেন। চলমান বিশ্ব জুনিয়র দাবায় এখন পর্যন্ত এটাই বাংলাদেশের দাবাড়ুর সেরা পারফরম্যান্স। বিশ্ব জুনিয়র দাবার ১১ রাউন্ডের খেলা হলেও নয় রাউন্ডের মধ্যে পারফরম্যান্স রেটিং পয়েন্ট ২৪৫০ ও নয় রাউন্ডের মধ্যে তিন আইএম সহ ৫০% শতাংশ প্রতিপক্ষ টাইটেলধারী হলে আইএম নর্ম হয়। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তার পারফরম্যান্স রেটিং পয়েন্ট ২৩৪৯। ইতোমধ্যে তিনি দুই জন আইএমের মুখোমুখি হয়েছেন। সপ্তম রাউন্ডে আজারবাইজানের আইএমের সঙ্গে খেলবেন। সপ্তম-নবম রাউন্ড পর্যন্ত জয় বা ড্র রাখতে পারলে আইএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিনের। নবম রাউন্ডে শর্ত পূরণ না হলেও এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশ ও এগারো রাউন্ডেও ভিন্ন শর্ত পূরণের সুযোগ রয়েছে এই ফিদে মাস্টারের।

বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও। তিনি স্বাভাবিক ছন্দে নেই। দুই রাউন্ড হারের পর পঞ্চম রাউন্ডে জিতলেও ইতালিয়ান ফিদে মাস্টারের সঙ্গে ষষ্ঠ রাউন্ডে ড্র করে পয়েন্ট হারিয়েছেন। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি না হওয়ায় ও পারফরম্যান্স রেটিং মাত্র ২১৮৭ হওয়ায় এই প্রতিযোগিতা থেকে নীড়ের গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ষষ্ঠ রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে তাহসিনের অবস্থান ২৬। সমান সংখ্যক খেলায় ৩ পয়েন্ট পেয়ে নীড়ের অবস্থান ৮৩। মন্টেনেগ্রোর টুর্নামেন্ট শেষ করেই শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল প্রতিযোগিতায় অংশ নেবে তারা।