বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় স্কোয়াশ এসোসিয়েশন তত্বাবধানে ঢাকা সেনানিবাসের "অফিসার্স মেসে অত্যান্ত আনন্দঘন পরিবেশে ২য় বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন স্কোয়াশ খেলোয়াড় দিন ব্যাপি এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। মার্ক্স হাসপাতালের সাথে সেনাকল্যান ও আর এফ এল প্রতিযোগীতাটি পৃষ্ঠপোষকতা করেছে। বিকাল চারটার দিকে ফেডারেশনের সভাপতি ও ইএন্ডসি মেজর জেনারেল মু: হাসান-উজ-জ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সুবিধাবঞ্জিত স্কোয়াশ খেলোয়াড়দের মাঝে রেইন কোট বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ)। খেলার চূড়ান্ত ফলাফল হ'ল: পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন ইউ আই ইউ-এর কাউসার এবং রানাস্আপ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মো: রায়হান এবং মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন ও রানাস্আপ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল জান্নাত উর্ধু ও জ্যোতি রানি। অপর দিকে প্লেট গ্রুপ পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন এম এই এস টির লেফটেন্যান্ট মীর্জা রায়হানুর রহমান এবং রানাস্আপ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মুবিন এবং মেয়েদের চ্যাম্পিয়ন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মারজান এবং রানাস্আপ ইনভারসিটি অব প্রফেশনালসের ঐষ্যি। উল্লেখ্য যে দ্বিতীয় আসর প্রথম আসর থেকে পরিকল্পনা, বাস্বায়ন, অংশগ্রহণ, খেলার মান, প্রশাসন, ইত্যাদিসহ সবদিক থেকেই ভালো ও উন্নত ছিল।
অন্যান্য খেলা
আন্তঃবিশ্ববিদ্যালয় স্কোয়াশ প্রতিযোগিতা
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় স্কোয়াশ এসোসিয়েশন তত্বাবধানে ঢাকা সেনানিবাসের "অফিসার্স মেসে অত্যান্ত আনন্দঘন পরিবেশে ২য় বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।