অন্যান্য খেলা
মালয়েশিয়া থেকে দেশে ফিরলো বাংলাদেশ টেনিস দল
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও লন টেনিস এসোসিয়শন অব মালয়েশিয়ার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কুচিং শহরে অনুষ্ঠিত বিলিজিন কিং কাপ জুনিয়র’ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
Printed Edition
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও লন টেনিস এসোসিয়শন অব মালয়েশিয়ার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কুচিং শহরে অনুষ্ঠিত বিলিজিন কিং কাপ জুনিয়র’ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। প্রতিযোগিতায় ফিলিপাইনস, গুয়াম, কুয়েত, শ্রীলংকা, তুর্কমেনিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম, মালয়েশিয়া, প্যাসিফিক ওশানিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই ও বাংলাদেশ হতে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল ১ মার্চ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ৯ মার্চ ২০২৫ দেশে প্রত্যাবর্তন করেছে। অংশগ্রহণকারী খেলোয়ারগণ হলেন : সুমাইয়া আক্তার (ঝালকাঠি টেনিস ক্লাব), হুমায়রা হায়দার জারা (জাতীয় টেনিস কমপ্লেক্স), ইয়ানা কেরেইশী চৌধুরী (নওগাঁ টেনিস ক্লাব) ও ক্যাপ্টেন : রাজনিতা চৌধুরী।