শেষ পর্যন্ত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৯ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। সাধারণ সম্পাদক হয়েছেন বেগম আলেয়া ফেরদৌসী। বর্ষীয়ান নাট্যাভিনেত্রী একসময় টেলিভিশনেও সরব ছিলেন। এছাড়া আলেয়া ফেরদৌসী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন। এক সময় শুটিং স্পোর্টস ফেডারেশনের উপমহাসচিবও ছিলেন। এবার তিনি শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটিতে আছেন সহ সভাপতি রোমো রউফ চৌধুরী, সদস্য হিসেবে আছেন আবদুর রহমান, সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসীন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিতি দেওয়ান, আবদুল্লাহ সালেহীন অয়ন ও দাইয়ান নাফিস। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রয়েছেন কমিটিতে।

দেশের ক্রীড়া সংস্কারের অংশ হিসেবে সব ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হলেও শুধু শুটিংয়ের কমিটি দেয়া হচ্ছিল না। অবশেষে দেরিতে হলেও তাও দেয়া হয়েছে। এ বছর জুন পর্যন্ত পর্যন্ত সব মিলিয়ে ৪৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি তৈরি হয়েছে। সর্বশেষ শুটিং স্পোর্টস ফেডারেশনের কমিটি দেয়া হলো। এমনিতে দেশের শুটিং স্থবির হয়ে আছে। নতুন কমিটি আসায় শুটাররা নতুন করে আশার আলো দেখতে পাবে।