শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। এর ফলে পরবর্তী দাবা বিশ্বকাপে ওপেন বিভাগে নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এবারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। এদিকে চ্যাম্পিয়ন হতে মহিলা বিভাগে ওয়াদিফার ড্র প্রয়োজন ছিল। স্বদেশি আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ওপেন বিভাগে ছিল নানা সমীকরণ। শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্যদিকে, আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়ে দেন ফিদে মাস্টার ইমনকে। ফলে নীড় সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। নীড় বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দাবাড়ু। গত বছর তিনি জাতীয় চ্যাম্পিয়ন হন এবং আন্তর্জাতিক মাস্টারের (আইএম) খেতাব অর্জন করেছিলেন। গ্র্যান্ডমাস্টার (জিএম) নিয়াজ মোর্শেদের চেয়ে কম বয়সে আইএম খেতাব পেয়েছেন নীড়। গত বছর তিনি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।
বিশ্বকাপ দাবায় এবারই হবে তার প্রথম প্রতিনিধিত্ব। দুই সপ্তাহ আগে বিশ্ব জুনিয়র দাবায় মন্টেনিগ্রোতে নীড় ভালো পারফরম্যান্স করতে না পারলেও এশিয়ান জোনালে অবশ্য নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কয়েক রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে ছিলেন। অস্টম রাউন্ডে নীড়ের বিপক্ষে হেরে পিছিয়ে পড়েন তিনি। আজ শেষ রাউন্ডে জিতে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে লঙ্কান দিলশান, বাংলাদেশের ফাহাদ ও ইমনের সঙ্গে তাহসিনের সমান সাড়ে ছয় পয়েন্ট হয়। টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন দ্বিতীয় ও লঙ্কান দাবাড়ু দিলশান তৃতীয় হয়েছেন।
এশিয়ান জোনাল দাবায় ফিদে, ক্যান্ডিডেট মাস্টার ও নন-রেটেড দাবাড়ু চ্যাম্পিয়ন হলে বিশ্বকাপ খেলার পাশাপাশি সরাসরি আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার নর্ম পান। দ্বিতীয় হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তাহসিন। তাহসিনের প্রথম আইএম নর্মও দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান জোনালে। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিংয়ের পাশাপাশি তিনটি নর্ম প্রয়োজন। ইতোমধ্যে তাহসিনের দু’টি নর্ম হয়েছে। এখন আরেকটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং স্পর্শ করলে আন্তর্জাতিক মাস্টার খেতাব পাবেন তাহসিন। এদিকে দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদিফা কলম্বোয় চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। সেই সঙ্গে আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও পেয়েছেন তিনি। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে ২২০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন হয়। তবে এশিয়ান জোনাল কিংবা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টারের কেউ চ্যাম্পিয়ন হলে তখন সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাওয়া যায়। তখন নর্ম পূরণের শর্ত তো থাকেই না সঙ্গে রেটিং ২২০০ থেকে কমে ২০০০ হয়ে যায়। ওয়াদিফার এখন রেটিং ২০৯১। ওয়াদিফার আগে বাংলাদেশের আরো তিনজন আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছেন। সেই তিনজনের প্রথমজন রানী হামিদের সঙ্গে আজ ড্র করে তার পাশে বসার সুযোগ পেয়েছেন ওয়াদিফা। আর বাকি দুজন হচ্ছেন শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।