চীনের জিনজিয়াং রাজ্যের কারামে’তে আগামী ১০ হতে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বেল্ট অ্যান্ড রোড নামের চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। সেখানেই তিনটি স্পিডের পাঁচটি ইভেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের রোলার স্কেটাররা। ২০০ ও ৫০০ মিটার স্পিড এবং এক হাজার মিটার স্প্রিন্টে সাতজন স্কেটার খেলবেন পাঁচটি ইভেন্টে। এগুলো হলো- জুনিয়র এ ও বি এবং ইয়ুথ এ, বি ও সি ইভেন্টে। ভালো ফলের প্রত্যাশা নিয়ে দশ সদস্যের দলটি রওয়ানা হবে আগামীকাল বুধবার। এ তথ্য জানান রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান। এ সময় ফেডারেশনের দুই সহ-সভাপতি প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন ও মো. জাবেদ, কোষাধ্যক্ষ মো. আসলাম এবং দুই কোচ আশরাফুল আলম মাসুম ও আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

চীনগামী দলের খেলোয়াড়রা হলেন- নাবিউন ইসলাম, আতাহার শিহাব, জারিফ আহমেদ, আকিফ হামিদ, আফরাজ বিন আরিফ, মুনজির আফনান, ফালিশা রুজবেহ।

দীর্ঘদিন পর বিদেশে খেলা প্রসঙ্গে ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘আমন্ত্রণমূলক টুর্নামেন্টে হলেও ভাল ফলাফলের প্রত্যাশা করছি আমরা। দুই মাস অনুশীলন করেছে ছেলে মেয়েরা। এই আসরে ১৭ দেশের তিন শতাধিক স্কেটাররা অংশ নিচ্ছে।’ কোচ আশরাফুল আলমের প্রত্যাশাও ভাল ফল বয়ে আনা, ‘আমরা গত দুই মাসে অনেক অনুশীলন করেছি। ছেলে মেয়েরা দারুন সব কৌশল শিখেছে। আশা করি তারা ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে।’