কানাডার উইনিপেগে ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ অ্যারচারী দল। টুর্নামেন্টটি শুরু হ”েছ আজ রোববার। যা চলবে ২৪ আগষ্ট পর্যন্ত। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চার সদস্যের বাংলাদেশ জাতীয় যুব আরচ্যারী দল শুক্রবার রাতে রওয়ানা হয়েছে। বাংলাদেশ দলে একজন প্রশিক্ষক এবং ৩ জন রিকার্ভ পুরুষ আরচ্যার রয়েছেন। অংশগ্রহণকারী সদস্যরা হলেন : রিকার্ভ পুরুষ আরচ্যার : মোঃ রাকিব মিয়া, আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলামপ্রশিক্ষক : মার্টিন ফ্রেডরিক।উল্লেখ্য আগামী ১৯ আগস্ট কানাডিয়ান সময় দুপুর ২টা থেকে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে।