উইম্বলডনে গত মঙ্গলবার প্রথম রাউন্ডে আলেক্সন্দ্রে মুলারকে ৬-১, ৬-৭ (৭/৯), ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। ফিলিপাইনের আলেক্সন্দ্রা এয়ালাকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবারা ক্রেইচিকোভা। ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী কোকো গফ। উইম্বলডনে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফ গতকাল প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে ৪২তম ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে মাত্র ৭৮ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হেরেছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী গফ। এর আগে ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সন্দার জভেরেভ, মেয়েদের তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং মেয়েদের পঞ্চম বাছাই ও অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ঝেং কিনওয়েনও হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে গতকাল সেন্টার কোর্টে নামা সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অবশ্য উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। র‌্যাঙ্কিংয়ে ৪১তম ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারকে প্রথম রাউন্ডে ৬-১, -–৭ (৭/৯), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ান এই ষষ্ঠ বাছাই। মেয়েদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবারা ক্রেইচিকোভা ফিলিপাইনের আলেক্সান্দ্রা এয়ালাকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গত বছর উইম্বলডনের ফাইনাল জয়ের পর বেশ বাজে সময় কেটেছে চেক তারকার। পিঠে চোট পাওয়ায় গত মে মাস পর্যন্ত কোর্টের বাইরে ছিলেন। চোটের কারণে গত সপ্তাহে ইস্টবোর্ন ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নেন। এ বছর মাত্র ৬টি ম্যাচ খেলে উইম্বলডনে এসেছেন এই ১৭তম বাছাই।

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বারবারা। ছেলেদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ইয়ানিক সিনার ১ ঘণ্টা ৪৮ মিনিটে তাঁর ইতালিয়ান স্বদেশি লুকা নার্দিকে ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মেয়েদের পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী পোল্যান্ডের ইগা সোয়াতেকও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তাঁর কাছে ৭-৫, ৬-১ গেমে হেরেছেন রাশিয়ার পলিনা কুদেরমেতোভা। দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা প্রথম রাউন্ডে সরাসরি (৬-৩, ৬-১) সেটে হেরেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে। ৩৫ বছর বয়সী কেভিতোভার এটাই শেষ উইম্বলডন টুর্নামেন্ট। ছেলেদের চতুর্থ বাছাই জ্যাক ড্রাপার ও পঞ্চম বাছাই টেইলর ফ্রিৎজও নিজ নিজ ম্যাচ জিতেছেন। ইন্টারনেট