ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় প্রথমবারের মতো ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের দাবা প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় শুক্রবার সকালে ডিআরইউর কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি নিয়াজ মোর্শেদ ডিআরইউর এই আয়োজনে তাকে সম্পৃক্ত করায় তিনি কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি দাবা প্রশিক্ষণের বিষয়ে তিনি সদস্য সন্তানদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতেও ডিআরইউ’র এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান। সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ডিআরইউ প্রতিবছরই ক্রীড়া উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি এবছর ভিন্ন আঙ্গিকে ক্রীড়া উৎসব আয়োজন করবে। তিনি বলেন, সদস্য সন্তানরা সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্নভাবে আসক্ত হয়ে পরছে। সন্তানদের সুষ্ঠু মানসিকতার বিকাশে এবার প্রথমবারের মতো এই দাবা প্রশিক্ষণের আয়োজন করেছে। এ সময় তিনি বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের কথাও বলেন। স্বাগত বক্তব্যে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বুদ্ধির খেলা দাবা। ডিআরইউর সদস্য ও সদস্য সন্তানদের নিয়মিত ক্রীড়া আয়োজনের অংশ দাবা প্রশিক্ষণ। তবে সংগঠনের ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এই আয়োজন প্রশিক্ষণার্থীদের চিন্তা, মেধা ও মননকে সমৃদ্ধ করবে। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। পাশাপাশি এ বছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১২ জন সদস্য ও ৩৭ জন সদস্য সন্তান অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিআরইউ'র কার্যালয় (৪র্থ তলায়) এক মাসব্যাপী এই দাবা প্রশিক্ষণ কার্যক্রম চলবে । প্রশিক্ষক হিসেবে আছেন মোঃ শরীফ হোসেন ফিদে মাস্টার।