ইতালির ইয়ানিক সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএম ওপেন টেনিসের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। একইসঙ্গে, সিনারকে সরিয়ে রর্‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও ফিরে পান স্প্যানিশ তারকা।উইম্বলডনে গত জুলাইয়ের ফাইনালে এই সিনারের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেন আলকারাজ। সেটির প্রতিশোধটাও নেয়া হলো দাপটের সঙ্গেই। ফলে হার্ড কোর্টে থামলো সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা। আর দুজনের শেষ ৭ লড়াইয়ের ৬টিতেই জয় তুলে নিলেন আলকারাজ। এ জয়ে ২০২৩-এর পর প্রথমবার শীর্ষে ফিরলেন এ ২২ বছর তারকা। এ বয়সেই তার ট্রফি কেসে শোভা পাচ্ছে ৬টি গ্র্যান্ড স্ল্যাম, যা কি না বিয়ন বোর্গের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কীর্তি। সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারাতে কিছুটা কষ্টই করতে হয় আলকারাজকে। তবে ফাইনালে সিনারের বিরুদ্ধে দেখা গেল ভিন্ন এক তারকাকে। প্রথম গেমেই দুর্দান্ত সব ফোরহ্যান্ডে সিনারের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। প্রথম সেটও জিতে নেন দাপটের সঙ্গে। পরে যদিও ঘুরে দাঁড়ান সিনার। টুর্নামেন্টের প্রথম সেট হারেন আলকারাজ। তবে এতে যেন আরো তেঁতে ওঠেন তিনি। পরের দুই সেটে আর পাত্তাই পাননি ২৪ বছর বয়সী সিনার। ইন্টারনেট।