তিন বছর পর শুরু হয়েছে ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ। মাল্টিফ্যাবস লিমিটেড এর পৃষ্টপোষকতায় এবারের লিগে অংশ নি”েছ ১০টি ক্লাব দল। শুক্রবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতিতে লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।এ সময় সাধারন সম্পাদক বিমল ঘোষ, ফেডারেশনের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান মাছুদুল আলম এবং সদস্য সচিব শরিফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

বর্তমান চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড ছাড়াও এবারের আসরে অংশগ্রহনকারী অন্য দলগুলো হচ্ছে: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তিতাস ক্লাব, পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, পানি উন্নয়ণ বোর্ড, ওয়ারী ক্লাব, ঢাকা সবুজ ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। উল্লেখ্য সর্বশেষ ২০২২ সালে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল।