মাগুরা জেলার ক্রীড়া অফিসার অনামিকা দাস আর নেই। বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে তার সহকর্মী ও পরিবার। সাবেক জাতীয় সাঁতারু ও সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস অনামকিার আত্মীয়। অনামিকার আকস্মিক মৃত্যুতে শোকাহত নিবেদিতা, ‘মাত্র ত্রিশ পেরিয়েছে অনামিকা। তেমন কোনো রোগ-শোক ছিল না। যতটুকু শুনেছি মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার মিটিং চলাবস্থায় অনামিকা অনেক অসুস্থ বোধ করে জ্ঞানশূন্য হয়েছিল। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া-ও হয়েছিল। সেখান থেকে বাসাতেও ফেরে। এরপর আজ সকালে আকস্মিকভাবেই চলে গেলেন।’
অনামিকার দুই বছরের এক সন্তান রয়েছে। অনামিকার মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শোক প্রকাশ করেছে। অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীভুক্ত প্রতিষ্ঠান ক্রীড়া পরিদপ্তর। পরিদপ্তরের প্রতিটি জেলায় ক্রীড়া অফিস রয়েছে। সেই অফিসের প্রধান জেলা ক্রীড়া অফিসার। অনামিকা মাগুরা জেলা ক্রীড়া অফিসারের দায়িত্বে ছিলেন। সম্প্রতি জেলা ক্রীড়া অফিসারদের জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্বও পালন করতে হচ্ছে। জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থা দু’টোই পরিচালনা করতে অনেক ক্রীড়া অফিসারই বেশ চ্যালেঞ্জিং সময় পার করছেন।