দেশের প্যারা ক্রীড়াবিদরা যেভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিভার সাক্ষর রেখে যাচ্ছে, তাতে ভবিষ্যতে প্যারা গেমসের নেতৃত্বে থাকবে লাল সবুজের ক্রীড়াবিদরা’,- কথাগুলো বলেন বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম। সম্প্রতি মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি) আয়োজিত ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমসের প্যারা সুইমিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের প্রতিভার অভাব নেই। তবে তাদেরকে ঠিক মতো নার্সিং করতে হবে। তাহলে একেকজন রত্ন হয়ে উঠবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।’ ছেলেদের এস-৭ ইভেন্টে পল্লব কর্মকার, মেয়েদের এই ইভেন্টে সুমাইয়া, ছেলেদের এস-১৪ ইভেন্টে তৌহিদ কবির, মেয়েদের এই ইভেন্টে আকিয়া, ছেলেদের এস-৯ ইভেন্টে সাকিব আহমেদ, এস-১৩ ইভেন্টে সাগর, এস-৮ ইভেন্টে লাবিব আল জারিস ও মেয়েদের এস-৮ ইভেন্টে নাসরিন স্বর্ণপদক জেতে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারা সুইমিং টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ফ্রেশওয়ে এগটেক লিমিটেডের নির্বাহী পরিচালক আমরীন বশির এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম ওবায়েদুল্লাহ। এছাড়া স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস এবং কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ডা. মারুফ আহমেদ মৃদুল । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুইলচেয়ার ব্যবহারকারী ও এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য মো. হেদায়েতুল আজিজ।
অন্যান্য খেলা
ভবিষ্যতে আন্তর্জাতিক প্যারা গেমসে নেতৃত্ব দেবে বাংলাদেশ
দেশের প্যারা ক্রীড়াবিদরা যেভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিভার সাক্ষর রেখে যাচ্ছে, তাতে ভবিষ্যতে প্যারা গেমসের নেতৃত্বে থাকবে লাল সবুজের ক্রীড়াবিদরা’,