৯২ বছর বয়সে টানা ১৬ ঘণ্টা পারফর্ম। সেটা করে দেখিয়েছেন জাপানের ট্রায়াথলিস্ট হিরোমু ইনাদ। গিনেস বুকে নাম লিখিয়েছেন, সবচেয়ে বেশি বয়সি অ্যাথলেট হিসাবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার জন্য।অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোর মধ্যে ট্রায়াথন সবচেয়ে কঠিন। তিনটি ইভেন্টের মিশ্রণ এটি। এখানে রয়েছে সাইক্লিং, রেসিং ও সুইমিং। তিনটি সম্পূর্ণ করার পরই শেষ হয় ইভেন্ট। আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একজন অ্যাথলেটকে পূরণ করতে হয় ২২৬ কিলোমিটার। এরমধ্যে ৩.৮৬ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইকেল চালানো এবং বাকিটা ম্যারাথন। হিরোমু সবই করেছেন। গত বছর হিরোমু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি এই বয়সে এখনো প্রতিটি দিন নতুন করে দেখি। অসুস্থ হই চিৎকার করি। অবসরের পর বয়স বেড়ে গেলে নিজের যেটা করতে ভালো লাগে সেটা করতে চাইছিলাম, সেটা করলে জীবন আরও ভালো লাগে।’ ইন্টারনেট।
অন্যান্য খেলা
৯২ বছর বয়সে ট্রায়াথলন
৯২ বছর বয়সে টানা ১৬ ঘণ্টা পারফর্ম। সেটা করে দেখিয়েছেন জাপানের ট্রায়াথলিস্ট হিরোমু ইনাদ। গিনেস বুকে নাম লিখিয়েছেন,
Printed Edition
