ভারতের গোয়ায় শুরু হয়েছে ফিদে বিশ্বকাপ দাবা। ওই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা ও ফাহাদ রহমান। দুই দাবাড়ুই ভালো ফলের লক্ষ্য নিয়েই আজ বোববার বিশ্বকাপ দাবার আসরে খেলার অপেক্ষায়। ফাহাদ আগের দুবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন আর মনন চেষ্টা করবেন নিজের সেরাটা দেখাতে। কিন্তুতাদের সামনে কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপ দাবার ইতিহাসে একবারই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ২০০৭ সালে এনামুল হোসেন রাজীব সে সময়কার বিশ্বের ১৯তম খেলোয়াড় ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল এলজানভকে হারিয়ে দুই ম্যাচে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। ভারতের গোয়ার রিসোর্ট রিও-এ শনিবার বাংলাদেশ সময় সাড়ে তিনটা থেকে ফিদে বিশ্বকাপের খেলা শুরু হয়েছে। বাংলাদেশে দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা অংশ নিচ্ছেন। ফাহাদের এটি তৃতীয় বিশ্বকাপ, অন্যদিকে মননের প্রথম। দুই দাবাড়ুই ভালো ফলের লক্ষ্য নিয়ে কাল খেলার অপেক্ষায়। ফাহাদ আগের দুবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন আর মনন চেষ্টা করবেন নিজের সেরাটা দেখাতে। কিন্তুতাদের সামনে কঠিন প্রতিপক্ষ। প্রথম রাউন্ডের প্রথম খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (রেটিং-২৪১৬) ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা (রেটিং-২৩৬৯) নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির বিপক্ষে (রেটিং-২৬৩১) খেলবেন। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে সবকটিই হেরেছিলেন ফাহাদ। আগের খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান তিনি।বলেন, ‘হার থেকে শিক্ষা নেবো। গত দুবারের অভিজ্ঞতা কাজে লাগাবো।