৫২ তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ মহিলা হ্যান্ডবল ও দাবাতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। মহিলা হ্যান্ডবলে খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনকে হারায় চকরিয়া হ্যান্ডবলে দল এবং মহিলা দাবাতে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারায় চকরিয়া দাবা দল। গতকাল সোমবার মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চকরিয়া কোরক বিদ্যাপীঠ মহিলা হ্যান্ডবল ও মহিলা দাবা টিম উপজেলা চ্যাম্পিয়ন হয়। টিম দুটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আনসারুল করিম। এদিকে উপজেলা চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল ও দাবা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।