রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো দেশে। মর্মান্তিক এই ঘটনায় শোক জানাচ্ছেন সবাই। মন কাঁদছে ক্রীড়াঙ্গনের তারকাদেরও। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ তিন সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ছাড়া অনেক ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।চলমান সাফ অনূর্ধ্ব -১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার খেলা শুরুর আগে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেছেন।এদিকে বিসিবির সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিতব্য বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাটচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করবে। ম্যাচের দিন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। বিসিবি বলেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।’

শোক জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। তারা বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।’এদিকে হতাহতদের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচ- বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙ্গে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই ‘হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’এ ছাড়া শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনা হতাহতদের জন্য দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম,মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস, তাসকিন আহমেদ,এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলি, পেসার রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও শামসুর রহমান শুভ।