মালদ্বীপে কাবা কাপ টুর্নামেন্ট জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ভলিবল দল।সেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করেছে বাংলাদেশ। মালেতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই সেটে বাংলাদেশ যথাক্রমে ২৫-২০ পয়েন্টে জয়লাভ করে। ম্যাচে ফিরতে তৃতীয় সেটে আফগানিস্তানের জয়ের কোনো বিকল্প ছিল না। সেই সেটে আফগানিস্তান আরো বাজে পারফরম্যান্স করে। তারা মাত্র ১৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন। বাংলাদেশ ২৫ পয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে নেয়। সেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে আফগানিস্তান ছাড়া অংশ নিয়েছে কিরগিজস্তান, মালদ্বীপ ও বাংলাদেশ। মালদ্বীপ, কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি। এদিন আফগানিস্তানকে হারিয়ে জয় নিয়ে দেশে ফিরছে। মাস দু'য়েক আগে বাংলাদেশ ঢাকায় সেন্ট্রাল এশিয়া কাপের স্বাগতিক হয়েছিল। বিগত টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলার কৃত্তিত্ব ছিল। এবার ফাইনাল তো দূরের কথা, তৃতীয় পর্যন্ত হতে পারেনি স্বাগতিক দল। বিদেশি কোচ ও মাস খানেকের প্রস্তুতি থাকলেও সেটা প্রয়োজনের তুলনায় কমই ছিল।