দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রনীতিতে আরও কড়াকড়ি আরোপের মতো ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে একটি হলো মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা। ট্রাম্পের এ সিদ্ধান্তের খড়গ নেমে এসেছে লিয়া টমাসের ওপর। যুক্তরাষ্ট্রের এ ট্রান্সজেন্ডার সাঁতারুর ব্যক্তিগত অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। এ কারণে তাঁর রেকর্ড মুছে ফেলার পাশাপাশি শিগগিরই পদক কেড়ে নেয়া হবে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস এবং প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে সোনা জেতেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। ইন্টারনেট
অন্যান্য খেলা
ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক কেড়ে নিচ্ছেন ট্রাম্প
দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রনীতিতে আরও কড়াকড়ি আরোপের মতো ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে একটি হলো মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের