এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে সেমিনার ও ড্যান গ্র্যাডিং ২০২৫। আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এ কারাতে প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে আটটি দেশের প্রতিযোগীরা। এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান জানান, আমাদের আমন্ত্রণে দেশের ৭৫টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ১১৫০ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন।
যার মধ্যে শিশু ছেলে এবং মেয়ে ৩৫০, জুনিয়র ৩০০, ক্যাডেট ২৫০ এবং সিনিয়র ২৫০ জন এবং ৭০ জনের অধিক ড্যান গ্রেডিংয়ের জন্য অংশগ্রহণের আবেদনপত্র জমা দিয়েছেন। এছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার সংগঠন এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।তিনি জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাসকৃত ও এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন থেকে পাসকৃত বাংলাদেশি রেফারিদের নিয়ে খেলাগুলো পরিচালনা করা হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি প্যানেলের আলোচনা হয়েছে। এই আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নতির জন্য বিশেষ ভূমিকা বহন করবে এবং দেশের কারাতের উন্নয়নের লক্ষ্যে খেলোয়াড় ও রেফারিদের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ২১ সেপ্টেম্বর ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হোসেন খান ও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ বছরের আয়োজনে প্রধান আকর্ষণ এসকেআইএফ এর ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোসিক শিহান মানাবো মুরাকামি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, শিহান কিতামুরা তেতসুরো, ব্ল্যাক বেল্ট ৭ম ড্যান (জেকেএ)।