‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা মঙ্গলবার যশোরে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৫টি এবং নারী বিভাগে ৭টি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের খেলায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক যশোর। পুরুষ বিভাগের প্রথম ম্যাচে তারা মেহেরপুর জেলাকে বিশাল ব্যবধানে ৭১-১৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করেছে।
অন্যান্য খেলা
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি
‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা মঙ্গলবার যশোরে শুরু হয়েছে।