সারাদেশ ব্যাপি শনিবার শুরু হতে যাচ্ছে বিকেএসপি পরিচালিত গোল ও ছক্কার ফুলঝুড়ি প্রতিযোগিতার প্রথমিক বাছাই কার্যক্রম। ঢাকা বিকেএসপি ছাড়াও বিকেএসপির সকল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ও ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। ঢাকা বিকেএসপিতে সকাল ৯ ঘটিকায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম গোল ও ছক্কার ফুলঝুড়ি প্রতিযোগিতার প্রথমিক বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উল্লেখ্য আগামী ১ নবেম্বর প্রাথমিকভাবে বাছাইকৃত ৩২ জনের মধ্য থেকে চূড়ান্ত বাছাই করা হবে।