সৌদী আরবের রিয়াদ থেকে কামরুজ্জামান হিরু : ইসলামিক দেশগুলোর ক্রীড়া ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত ইসলামিক সলিডারিটি গেমসের ৭ম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৯ সালে মালয়েশিয়ার মাটিতে। শনিবার ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের (আইএসএসএ) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে রিয়াদে। কংগ্রেস এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। সভা শেষে তিনি বাংলাদেশ দলের ওয়েট লিফটিং প্রতিযোগিতা পর্যবেক্ষণে এসেছিলেন। ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন (আইএসএসএ) আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়াকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করেছে। এটি হবে প্রথমবার, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ইসলামী বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর আয়োজনের গৌরব অর্জন করল। ইভেন্টটির আয়োজনে নেতৃত্ব দেবে অলিম্পিক কাউন্সিল অব মালয়েশিয়া (ওসিএম) এবং সেলাঙ্গর প্রাদেশিক সরকার, যারা যৌথভাবে আয়োজক প্রস্তাব জমা দিয়েছিল। তাদের প্রস্তাবটি মূল্যায়নের পর ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের গেমস কমিশন মালয়েশিয়ার বিডকে অনুমোদন দেয়। ওসিএম সভাপতি তান শ্রী মোহামাদ নরজা জাকারিয়া বলেন, “এটি মালয়েশিয়ার জন্য এক ঐতিহাসিক সম্মান। ইসলামিক সলিডারিটি গেমস আমাদের ক্রীড়া ও সংস্কৃতির ঐক্যের প্রতীক। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে মুসলিম বিশ্বের খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরও গভীর হবে।” তিনি আরও বলেন, আয়োজক হিসেবে মালয়েশিয়ার সক্ষমতার প্রতি আস্থা রাখায় তিনি ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন ও তার গেমস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ তায়্যাব ইকরামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবারের গেমস আয়োজনের দৌড়ে মালয়েশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ইরান ও উজবেকিস্তান। তবে পরিকাঠামো, নিরাপত্তা এবং সরকারী সমর্থনের দিক থেকে মালয়েশিয়াই সর্বাধিক ২০২৯ সালের ইসলামিক সলিডারিটি গেমসের ভেন্যু হিসেবে সম্ভাব্যভাবে নির্বাচিত হয়েছে সেলাঙ্গর রাজ্য, যেখানে কুয়ালালামপুরের কাছাকাছি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলোতে হবে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এই আসরে সদস্য দেশগুলোর মধ্যে প্রায় ৬০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। গেমসে থাকবে প্রায় ২৫টিরও বেশি খেলা, যার মধ্যে থাকবে অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, তায়কোয়ানডোসহ আরও নানা ডিসিপ্লিন। বিশ্লেষকরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রীড়াঙ্গনে তার নেতৃত্ব আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, মুসলিম বিশ্বের ক্রীড়া সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত খুলে দেবে এই গেমস।উল্লেখ্য, সর্বশেষ (৬ষ্ঠ) ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হচ্ছে সৌদী আরবের রিয়াদ শহরে। ২০২৫ সালে, যেখানে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ৫৭টি দেশ।
অন্যান্য খেলা
২০২৯ সালের ইসলামিক সলিডারিটি গেমস মালয়েশিয়ায়
ইসলামিক দেশগুলোর ক্রীড়া ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত ইসলামিক সলিডারিটি গেমসের ৭ম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৯ সালে মালয়েশিয়ার মাটিতে। শনিবার ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের