DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

১৪ মার্চ বিকেএসপিতে যুব টিটির সিলেকশন ট্রায়াল

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ক্যাডেট এবং যুব টেবিল টেনিস চ্যাম্পিয়ানশীপে অংশ নেবে বাংলাদেশ দল। টুর্নামেন্টটি আগামী ২৪ হতে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ক্যাডেট এবং যুব টেবিল

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
TT

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ক্যাডেট এবং যুব টেবিল টেনিস চ্যাম্পিয়ানশীপে অংশ নেবে বাংলাদেশ দল। টুর্নামেন্টটি আগামী ২৪ হতে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ক্যাডেট এবং যুব টেবিল টেনিস চ্যাম্পিয়ানশীপের জন্য অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৯ বালক এবং বালিকা বিভাগের সিলেকশন ট্রায়াল আগামী ১৪ মার্চ সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।গত মাসে বিকেএসপি কাপ এবং একমি কাপ উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে অনূর্ধ্ব ১৫ দলের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তারপরও শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং সংস্থার অধিকতর যোগ্য খেলোয়াড়দের উন্মুক্ত ট্রায়াল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান করেছে ফেডারেশন।

সুতরাং অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকা ক্যাটাগরিতে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণকারীগণ জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের কপিসহ আগামী ১৩ই মার্চের মধ্যে বিকেএসপি সাভারে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের হেড কোচ খন্দকার আল-মোস্তফা বিল্লাহ (ওয়্যাসঅ্যাপ নাম্বার : 0172134424, [email protected]) এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ট্রায়ালে অংশগ্রহণকারীদের ফেডারেশনের পক্ষ থেকে কোন প্রকার যাতায়াত বা থাকা-খাওয়ার খরচ প্রদান না করা হলেও নির্বাচিত খেলোয়াড়দের সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। আইটিটিএফ এর নিয়মানুযায়ী রাউন্ড রবীন লীগের মাধ্যমে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি খেলা বেস্ট অব ফাইভ সেটের। ৪টি বিভাগ থেকে প্রাথমিকভাবে ৬ জন করে মনোনীত হবে। ১৮ ও ১৯ মার্চ দ্বিতীয় বাছাই অনুষ্ঠিত হবে। ২১ ও ২২ মার্চ তয় বাছাই করে গড় ফলাফলের ভিত্তিতে চূড়ান্তদল গঠন করা হবে। আগামী ২৩ মার্চ ৪টি বিভাগ দলীয় ইভেন্টে ৩ জন এবং ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ৪র্থ খেলোয়াড়গণ মনোনীত হবেন।