পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের নূরুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদ হোসেনের তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কারী শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোলাহাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক। ‘তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষের মত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন’।
অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১৫টি ইভেন্টে ২২০ টিরও অধিক পুরষ্কার প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদেরও পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উল্লেখ্য বিদ্যালয়টি থেকে এবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৯৪.৫৫℅ ও ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।