কেন্দ্রীয় বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম নারায়ণগঞ্জে ক্ষুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়িছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া মুনতাহার বাড়িতে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেন।

মুনতাহা মধ্যএশিয়ার কাজাকিস্তানে ফিদে মাষ্টার দাবা ওয়াল্ড টুনামেন্টে অংশ নিতে যাবে। কিন্তু আর্থিক অনটনের কারনে তার কাজাকিন্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতাদের তারে পাশে দাড়নোর নির্দেশ দেন।

আমিনুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনূর্ধ্ব ১২ ইউথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা পাশে সহযোগিতা নিয়ে এসেছি। বিএনপি তার পাশে আছে। আগামী ১৮ সেপ্টেম্বর কাজাকিন্তানে ফিদে ওয়াল্ড টুনামেন্টে অনুষ্ঠিত হবে। সেই টুনামেন্টে একজন প্রতিভাবান ক্ষুদে দাবাড়ু অর্থের অভাবে অংশ নিতে পারবে না।