মানসম্মত কাবাডি রেফারি তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তারই অংশ হিসেবে গত ২৬ এপ্রিল শুরু হয় কাবাডি রেফারি ট্রেনিং কোর্স (বেসিক কোর্স)। এই কোর্সে অংশ নিয়েছেন ৭৫ জন। এর মধ্যে ১৪ জন নারী। কোর্সে অংশগ্রহণকারীরা হাতে কলমে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়েছেন। কাবাডির ইতিহাস জানার পাশাপাশি মাঠের পরিমাপ ও অংকন, মাঠের পরিভাষা, খেলার নিয়মাবলী, প্রতিযোগিতার নিয়মাবলী, স্কোর শিট পূরণ, টেকনিক্যাল পয়েন্ট এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন অংশগ্রহণকারীরা।

রেফারি ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ করা হবে। আজ বুধবার সকাল ১১ টায় কাবাডি ফেডারেশনে রেফারি ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করবেন।