ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান আবারও দেশের দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। সামার অ্যাথলেটিক্সে নৌবাহিনীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেননি ইমরান। তখন সেনাবাহিনীর ইসমাইল দেশের দ্রুততম মানব হয়েছিলেন। তবে এবার ফেরার সঙ্গে সঙ্গেই পুরোনো খেতাব ফিরে পেলেন । দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে সাফল্যে উচ্ছ্বসিত ইমরান বলেন, নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি প্রায় ৬-৭ মাস ইনজুরিতে ছিলাম, এমনকি অপারেশনও হয়েছে। কঠিন সময় পার করে আবার প্রথম হয়েছি এজন্য ভালো লাগছে। যদিও আন্তর্জাতিক মানদণ্ডে ১০.৬৪ সেকেন্ড খুব বেশি প্রতিযোগিতামূলক নয়, তবুও ইমরান ভবিষ্যতে আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটা আপাতত ঠিক আছে, কারণ আমি ২-৩ মাস অনুশীলনের বাইরে ছিলাম। সামনে এসএ গেমসে ভালো কিছু করতে চাই। এই ইভেন্টে সেনাবাহিনীর মোতালেব ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন এবং আগের দ্রুততম মানব ইসমাইল ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। ইমরানের প্রত্যাবর্তন বাংলাদেশ অ্যাথলেটিক্সে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য খেলা
দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন ইমরানুর
ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান আবারও দেশের দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। সামার অ্যাথলেটিক্সে নৌবাহিনীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে
Printed Edition
