দশের ক্রীড়াঙ্গনে আবারও নতুন গৌরব যুক্ত করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।৭ ও ৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দল অংশ নেয়।

৮ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশ নেন। তাঁদের অসাধারণ ক্রীড়া দক্ষতায় দলটি মোট ৪টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি তাম্রপদক অর্জন করে। এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতীয় জুডো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক জিতে রানার-আপ হয়।