২০৩৬ অলিম্পিক গেমসের আয়োজন করতে চায় ভারত। সেই স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগোলো দেশটি। তারা ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযাযী ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজেএফ) কাছে আনুষ্ঠানিকভাবে আয়োজক হওয়ার একটি 'আগ্রহ প্রকাশপত্র' জমা দিয়েছে। এ বিষয়ে আইওএ-এর সভাপতি পিটি উষা জানান, 'আমরা একটি আগ্রহ প্রকাশপত্র পাঠিয়েছি এবং আমরা আশাবাদী যে, কমনওয়েলথ গেমস ফেডারেশন আমাদের প্রস্তাব বিবেচনা করবে।' ভারত এর আগে ২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। যদিও সেসময় তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল, তবে সেটার আঁচ পড়েনি আয়োজনে। ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। ৬ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রার হিসেবে যা প্রায় ৭২ হাজার ৮০ কোটি টাকার মতো) বেশি ব্যয়ে আয়োজিত সেই গেমসে জওহরলাল নেহরু স্টেডিয়াম ছিল প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

এদিকে সম্প্রতি কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য অনেক দেশ আগ্রহ দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে আসছে। অস্ট্রেলিয়া বিভিন্ন অজুহাতে ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ২০২৬ গেমস আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে, যার ফলে স্কটল্যান্ডের গ্লাসগো পরবর্তী আসর আয়োজনের দায়িত্ব নিয়েছে। এর আগে, ২০২২ কমনওয়েলথ গেমস দক্ষিণ আফ্রিকার ডারবানের আর্থিক সমস্যার কারণে বার্মিংহামে স্থানান্তরিত হয়েছিল। এই পরিস্থিতিতে, ভারত শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজনের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। ২০৩০ সালের আসরের আয়োজক হওয়ার জন্য আবেদনকারীদের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

অন্যদিকে এই কমনওয়েলথ গেমসের আয়োজক স্বত্ব পেয়ে গেলে ভারত নিজেদের স্বপ্নের দিকে আরও দ্রুত গতিতে এগোতে পারবে। তাদের লক্ষ্য ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজক হওয়ার। গুজরাটের আহমেদাবাদ শহরকে কেন্দ্র করে ভারত বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে, যা 'পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রীড়া আসর' হিসেবে বিবেচিত অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমনওয়েলথ গেমস সফলভাবে আয়োজন করতে পারলে, এটি ভারতের জন্য ২০৩৬ অলিম্পিক আয়োজনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।