অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ আগামী ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্টিত হবে। বৈশ্বিক এই আসরে অংশ নেয়ার আগে মালয়েশিয়াতে চারটি প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল কোনও জয় পায়নি। কুয়ালালামপুরে এক সপ্তাহের সফরে স্বাগতিকদের অনূর্ধ্ব ২১ দলের বিপক্ষে ম্যাচ হয়েছে চারটি। তার মধ্যে তিনটিতে হার ও একটিতে ড্র হয়েছে।
ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানের অনূর্ধ্ব-২১ দল ৩-১,৩-২,৪-৪ ও ৩-১ গোলে ম্যাচের নিষ্পত্তি করেছে। মঙ্গলবার কুয়ালালামপুর থেকে দেশে ফিরছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই দল। তবে এবার দেশে ফিরে সুইজারল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেছেন, ‘মালয়েশিয়াতে চারটি প্রস্তুতি খেলেছে দল, তাতে ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপে সেটা কাজে লাগবে। এখন অক্টোবরের শেষে সুইজারল্যান্ড যাওয়া হতে পারে। সেখানে অস্ট্রিয়া ও সুইসদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার সুযোগ আছে।’