চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনেকেই বিভিন্ন বোর্ড থেকে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ও জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও, মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’ বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়েছেন। জিপিএ ফাইভ পাওয়া অন্য পাঁচজন হলেন- টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা। এদিকে ক্রিকেটারদের মধ্য থেকে ভালো ফলাফল করেছেন যুব এশিয়াকাপ জয়ী কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে পেসার মারুফ মৃধা ৪.২৫ পয়েন্ট, লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি পেয়েছেন জিপিএ-৪। আরেক প্রতিভাবান পেসার রোহানতদৌলা বর্ষণও ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অনেক ক্রীড়াবিদই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো তাদের ফলাফল এখনও জানায়নি।