যুব হকি বিশ্বকাপের গত আসরের রানার্স আপ ফ্রান্সের কাছে লড়াই করেই হেরেছে বাংলাদেশ দল। মঙ্গলবার ভারতের চেন্নাই শহরের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে গ্রুপ পের্বর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ফ্রান্স। ইউরোপের দলটির বিপক্ষে আমিরুলদের পরফরমেন্স ছিল অসাধারন। যুব বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। খেলার এক পর্যায়ে বাংলাদেশ সমতাও এনেছিল। এবারের অ-২১ দল যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ দল খালি হাতে নয় একটি পয়েন্ট নিয়েই ফিরছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩ গোলে পিছিয়ে থেকেও সমতায় এসেছিল আমিরুলের হ্যাটট্রিকে। শেষ ম্যাচেও সামিনরা রানার্স আপ ফ্রান্সের ঘাম ছুটিয়েছেন।
আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শুরু হলেও চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ম্যাচের ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে।
তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য ছিল মরিয়া।একের পর এক আক্রমন শানাতে থাকে প্রতিপক্ষের রক্ষনভাগে। যার ফলে ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। বাকি ছয় মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেছিল। ফ্রান্সের লক্ষ্য ছিল আরেক গোল করে জয় সুনিশ্চিত করা।