DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

আইসিসির মাস সেরার দৌড়ে আছেন বিদায় বলা স্মিথও

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ডামাডলে একটি ক্রিকেটময় মাস কেটেছে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসের সেরা পরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য ৩ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। এই আসরের পারফরম্যান্স

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
SMITH

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ডামাডলে একটি ক্রিকেটময় মাস কেটেছে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসের সেরা পরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য ৩ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। এই আসরের পারফরম্যান্স কিছুটা হলেও এই সংক্ষিপ্ত তালিকায় ভূমিকা রেখেছে। ফেব্রুয়ারি মাস সেরা হওয়ার দৌড়ে আছেন ভারতের ওপেনার শুবমান গিল। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং সদ্যই ওডিআইকে বিদায় বলা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

মনোনীত যারা,

শুবমন গিল: ফেব্রুয়ারিতে ১০০’র উপর গড়ে ৪০৬ রান করেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান গিল। ওডিয়াইতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিপাক্ষীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ৮৭, ৬০ এবং ১১২ রান করেন, যা ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জযয়ে সাহাযয় করে। আত্মবিশ্বাসী গিল চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ১০১ রানে অপরাজিত ছিলেন।

গ্লেন ফিলিপস: নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ফিলিপস ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে শিরোপা জেতান। সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৭ ছক্কায় ৭৪ বলে ১০৬ রানের একটা ইনিংস খেলেন কিউই অলরাউন্ডার। একই প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিনে ৩৯ বলে ৬১ রান করেন এবং প্রতিপক্ষে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে এক চমৎকার ক্যাচে সাজঘরে ফেরান।

স্টিভেন স্মিথ: স্মিথের ফর্ম চ্যাম্পিয়নস ট্রফিতে আহামরি ছিল না, তবে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হওয়ার পেছনে অনবদ্য ভূমিকা রেখেছেন। প্রথম টেস্টে তিনি ১৪১ রান করেন। দ্বিতীয় টেস্টে ১৩১ রান করে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের জয় এনে দেন, যা তাকে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার এনে দেয়।