ইসরায়েল-ইরান সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হামলা-পাল্টা হামলায় প্রতিদিনই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইরানের রাজধানী তেহরানে। বিস্ফোরণের শব্দ আর যুদ্ধের শঙ্কায় দলে দলে মানুষ শহর ছেড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এই বিপদের সময় তেহরানে রয়েছেন বাংলাদেশে কাজ করা দুই ইরানি কোচও।২০২৪ প্যারিস অলিম্পিকে বাংলাদেশ শুটিং দলের দায়িত্বে ছিলেন ইরানি কোচ জায়ের রেজাই। অলিম্পিক শেষ করে তিনি ঢাকায় না ফিরে নিজ দেশে ফিরে যান। ফলে তার সঙ্গে বাংলাদেশের আর চুক্তি নবায়নও হয়নি।সংঘাতের শুরুতে জায়ের অবস্থান করছিলেন জার্মানির মিউনিখে, বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে। সেখান থেকে তুরস্ক হয়ে ট্রেনে তেহরানে ফেরেন। কিন্তু পরিস্থিতি ঘনিয়ে আসায় আজ (সোমবার) পরিবার নিয়ে তেহরান ছেড়ে গেছেন তিনি।

তেহরান থেকে একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে জায়ের রেজাই বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ। আজই (বুধবার) আমরা পরিবারসহ তেহরান ছেড়ে বের হয়েছি।