সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেছেন আবদুর রহমান আলিফ। বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চীনা তাইপের আর্চারের কাছে। তবে এবার হতাশায় পুড়তে হয়নি আর। নিজের সাফল্যের গন্ডিটা এশিয়ায় সীমাবদ্ধ রাখতে চান না আলিফ। সিঙ্গাপুর থেকে এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘‘অনেক ভালো লাগছে। এই প্রথম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাতে পেরেছি দেশের বাইরে এসে, এটা আমার প্রথম আন্তর্জাতিক সোনার পদক। দেশের সবার জন্য এই পদক।”
রিকার্ভে বাংলাদেশের দুই তারকা রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল পাড়ি জড়িয়েছেন যুক্তরাষ্ট্রে। তারা না থাকায় পাবনা থেকে উঠে আসা আলিফ এখন চান ২০২৮ সালের অলিম্পিক খেলতে। তিনি জিততে চান পদকও। লস অ্যাঞ্জেলেসের আসর নিয়ে ১৯ বছর বয়সী এই তরুণ বললেন, ‘‘সামনে আমার লক্ষ্য অলিম্পিকে পদক জেতা। এরই ধারাবাহিকতায় আমরা অনুশীলন করছি কোচের নির্দেশনা অনুযায়ী। সবাই আমাদের সহযোগিতা করছে। ২০২৮ অলিম্পিক সামনে রেখে আমরা সেভাবেই অনুশীলন করে যাচ্ছি। ফ্যাসিলিটিজ ভালোই আছে। তবে আমরা চাই, আমরা যেন আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি।’’